News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারাকাত গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-07-11, 7:58am

9e8d5c031474ee06cf87bad9d0d96b40d64d38af8307ba7d-ed0f0836804ebd20800802975d5341891752199082.jpg




দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, দুদকের একটি মামলায় অধিযাচনের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।