জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
তবে দেশের বিভিন্ন ব্যাংক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। একইসঙ্গে এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে।
সম্প্রতি সরকার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি সাধারণ ছুটি থাকবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।