News update
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     
  • Israeli restrictions on UN bodies in Gaza highlighted at ICJ     |     
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     
  • Prof Yunus back home after his week-long Doha, Rome visits     |     

কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

মানবাধিকার 2025-04-29, 1:22am

received_2129413300898615-22574f846793f569a53f30a856f861281745868162.jpeg

A colourful procession was brought out in Kalapara on National Legal Aid Day on Monday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা করা হয়েছে।  দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিল 'দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই'।

সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে বিচার প্রার্থী মানুষ, আদালতের কর্মকর্তা কর্মচারী, আইনজীবী, জিও, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের  সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌকি আদালত চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী জজ মো. আনোয়ার হোসেন, ওসি মো. জুয়েল ইসলাম, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমূখ। - গোফরান পলাশ