News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

সাংবাদিকদের ঈদ উৎসব ভাতা দিল কলাপাড়া প্রেসক্লাব

মিডিয়া 2024-04-08, 11:54pm

kalapara-press-club-distributed-eid-festival-allowance-amonmg-journalists-on-monday-8-jan-2024-d4cd28965fa12ea020b23417b368517b1712598859.jpg

Kalapara Press Club distributed Eid Festival allowance amonmg journalists on Monday 8 Jan 2024.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সদস্যদের মাঝে এবারই প্রথম ঈদ উৎসব ভাতা  চালু করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সদস্যদের মাঝে ঈদ উৎসব ভাতা বিতরণ, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ, সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল, অমল মুখার্জী, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ। 

পরে সদস্যদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মনোজাত পরিচালনা করেন সাংবাদিক ফোরকানুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে ২০ জন সদস্যদের মাঝে ৩ হাজার টাকা করে উৎসব ভাতা তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। 

উৎসব ভাতা পেয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, 'আমার ৪৩ বছরের সাংবাদিকতা জীবনে আজ প্রেসক্লাব থেকে শ্রেষ্ঠ উপহার পেলাম। আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।' - গোফরান পলাশ