News update
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     

পবিত্র রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছাবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-02-28, 4:29pm

cf94819db20e5c1dbde847a4382faafae5facb5777da398c-498db57d31880fadd3e4ebc8dd04e9c11740738597.jpg




পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এক ভিডিও বার্তায় গুতেরেস বলেছেন, সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে রমজান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদন মতে, জাতিসংঘ মহাসচিব আসন্ন রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এ উপলক্ষ্যে আমি তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।’ 

রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে উল্লেখ করে গুতেরেস বলেন, ‘রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।

প্রসঙ্গত, সৌদি আরবে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠকে করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, শুক্রবার চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (০১ মার্চ) থেকে। তবে এদিন চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রোববার (০২ ফেব্রুয়ারি)। 

হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।