News update
  • Holy month of Ramadan begins in Bangladesh Sunday     |     
  • BGB Warns of Stronger Response to Ongoing BSF Border Killings     |     
  • After fiery Trump-Zelensky spat, what next for Ukraine?     |     
  • Trump calls for ‘ceasefire now’ between Russia and Ukraine     |     
  • Dhaka’s air worst polluted in the world Saturday morning     |     

ট্রাম্পের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এপি ও রয়টার্সকে বাধা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-03-01, 2:40pm

rrewrewr-8c53f2a98f84b34127d2e84e504301a71740818458.jpg




অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকের খবর সংগ্রহ করতে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

বুধবার বার্তাসংস্থা রয়টার্স, এপি, হাফপোস্ট, জার্মান খবরের কাগজ টাগেসস্পিগেল-এর প্রতিনিধিদের ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে প্রবেশে বাধা দেওয়া হয়। তবে সে সময় এবিসি, নিউজম্যাক্স, এক্সিওস, দ্য ব্লেইজ, ব্লুমবার্গ নিউজ ও এনপিআরের প্রতিনিধিদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসন জানায়, ওভাল অফিসে কোন কোন সংবাদমাধ্যম প্রবেশ করতে পারবে তা হোয়াইট হাউস তাদের নতুন সিদ্ধান্ত অনুসারে নির্ধারণ করবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ সরবরাহ করে আসছিল হোয়াইট হাউস প্রতিনিধি সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সও দীর্ঘদিন ধরে এই সংস্থার অন্তর্ভুক্ত ছিল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, মূলধারার সব সংবাদমাধ্যমকেই প্রবেশাধিকার দেওয়া হবে আগের মতো। তবে প্রশাসন ছোট বৈঠকগুলোতে নির্দিষ্ট কিছু টেলিভিশন, রেডিও, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও চিত্রগ্রাহককে অনুমতি দেয়া হতে পারে। আরটিভি