News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

ভারতে ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

‘সম্প্রীতির নজির’

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-03-31, 8:06pm

02600a2ccac09fcdfc78bcb3658fa6d4dbb728f6d484b0d9-4d817b267e3f69455000544fc6c2ba181743430016.jpg




ভারতেও আজ সোমবার (৩১ মার্চ) উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির অন্যান্য স্থানের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। আর সেখানেই এবার এক অনন্য দৃশ্য দেখা গেল।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তা সংস্থা এএনআই। এতে দেখা যায়, গেরুয়া পোশাক পরিহিত হিন্দুরা নামাজ পড়তে থাকা ব্যক্তিদের ওপর ফুল ছিটাচ্ছেন। সম্প্রতি ‘রাস্তায় নামাজ’ নিয়ে বিতর্ক তীব্র হয়েছিল ভারতজুড়ে। তার মধ্যেই জয়পুরের সম্প্রীতির দৃশ্য সামনে এলো।

সোমবার সকালে জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নামাজ আদায় করেন। সেসময় কিছু গেরুয়া পোশাক পরা লোকজনকে নামাজ আদায়রতদের ওপর ফুল ছিটাতে দেখা যায়। হিন্দু মুসলিম ঐক্য কমিটি এর আয়োজন করে। 

যদিও ভারতে ধর্মীয় সম্প্রীতির দৃশ্য সব জায়গায় এক নয়। 

ঈদুল ফিতরের ঠিক আগে ভারতের মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুসারে, রোববার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক প্রাথমিক তদন্ত অনুযায়ী, ‘জিলেটিন স্টিক’ ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তদন্তে মনে করা হচ্ছে, রীতিমতো ছক কষেই এই হামলা করা হয়েছে। জানা গেছে, এক যুবক প্রথমে মসজিদের ভেতরে ঢোকে। এবং খুব সম্ভবত সেই যুবকই মসজিদের ভেতর জিলেটিন স্টিক রেখে যায়। পরে সেই জিলেটিন স্টিকে বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস