News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

ভারতের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-05-20, 6:44am

9920443080cf0b79032efb96ab655ec7a0474a2b9ccaab56-e890b8bd4daa8b62683b73c75afa08a71747701862.jpg




সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করা ভারতের বিভিন্ন সংস্থার মালিক ও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ভারতে মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীন ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

ট্রাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে ব্রুস বলেন, ‘মানব পাচারের নেটওয়ার্ক বন্ধ করতে আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ অব্যাহত রাখব।’

ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘অবৈধ অনুপ্রবেশে’ সহযোগিতায় তাদেরকে দায়ী বলে মনে করছে হোয়াইট হাউস।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘অবৈধ অভিবাসন, মানব পাচার এবং পাচারের কাজে সহায়তাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে তাদের দূতাবাস ও উপদূতাবাসগুলো কাজ করছে। অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী ভারতের ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

এরই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসনে জড়িত ভারতীয় ট্রাভেল এজেন্সি, মালিক ও কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।