News update
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     

সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

গ্রীণওয়াচ ডেস্ক মিলিটারি 2025-03-24, 8:41am

senaaprdhaan1-e73ed5bbdb4423d952f18d1af31030b21742784073.jpg




সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যেন কখনো মনোবল না হারায়। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। আজ রোববার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা জানান তিনি।

ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত চার হাজার ২১৫ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা জাতির কৃতি সন্তান। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে সেনাবাহিনী আহতদের পাশে থাকবে। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও, অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে এ পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে, ৩৯ জন ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এনটিভি।