News update
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     

পটুয়াখালীতে ৮২ মন সামুদ্রিক মাছ সহ ২ টি পিকআপ জব্দ, জরিমানা

মৎস 2024-07-09, 11:15pm

a-pick-up-seized-with-illegally-caught-seafish-in-patuakhali-on-wednesday-d31649a199cdd23456b5a3ed8b40922d1720545338.jpg

A pick-up seized with illegally caught seafish in Patuakhali on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মন লইট্যা ও ২ মন ইলিশ সহ ২ টি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার শেষ বিকেলে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এসময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। অবরোধকালীন সময়ে সামুদ্রিক মাছ আর পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারী মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। অসাদু জেলেদের আইনের আওতায় নিয়ে আসার কোষ্টগার্ড, নৌপুলিশের অভিযান অব্যাহত আছে। - গোফরান পলাশ