News update
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-05-19, 6:27pm

resize-350x230x0x0-image-223957-1684498703-2ce3d4d06cd596162964508773ff5c411684499243.jpg




খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে, অনুমতি না নিয়েই বিএনপির নেতাকর্মীরা সমাবেশের জন্য সড়ক অবরোধ করে। পরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

সংঘর্ষের ঘটনায় বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. তাজুল ইসলাম বলেন, আজকে বিএনপির একটি কর্মীসভা ছিল। তারা খুলনা প্রেসক্লাবে প্রোগ্রাম করছিল। কিন্তু তাদের নেতৃস্থানীয় নেতারা আসার পর বেশ কিছু নেতাকর্মী রাস্তা বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। এ সময় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে আমরা কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হই। এ ছাড়া আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।