News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

সরকার পতনের আগে চিতায় উঠব না : গয়েশ্বর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-08-31, 11:01pm

images-4-888bd51390919686a38ec8daa65e62d81693501316.jpeg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের আগে চিতায় উঠব না। তার পতন করেই চিতায় উঠব।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা কোনো প্রাণহানি চাই না। শান্তিপূর্ণভাবে সরকারের পদত্যাগ চাই। শেষ নিশ্বাস পর্যন্ত শেখ হাসিনার পতনের জন্য মাঠে থাকব। জনগণের স্বপ্ন পূরণের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা যুগে যুগে শুধু মার খাব না। এ জন্য দেশ স্বাধীন করিনি। কেউ আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আজ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আনন্দের হলেও আমি আনন্দিত নই। কারণ, যাকে ঘিরে আমাদের সব আনন্দ সেই নেত্রী খালেদা জিয়া আমাদের মধ্যে অনুপস্থিত। তাকে বন্দি করে বলছেন- কে হবেন প্রধানমন্ত্রী? সেটা বিষয় নয়। বিষয় হলো খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি বিদায় বেলায় বললেন বিচার বিভাগ যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে। তাহলে আপনি কি বলতে পারবেন যে খালেদা জিয়া কোন আইনে জামিন পেলেন না? আপনি তো দায়িত্বে ছিলেন। আদালতে গেলে ম্যাজিস্ট্রেটের ভাব দেখলে অবাক হই। যেই মামলার পরবর্তী তারিখ এক থেকে দেড় মাস পর দেওয়ার কথা সেখানে কদিন পরপর তারিখ নির্ধারণ করছে। আমার মনে হয় আমাদের আর বেশি দিন কোর্টে যাওয়া লাগবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মো. আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আসাদুল করিম শাহিন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাৎ, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্যজীবী দলের মো. আব্দুর রহিম, ওলামা দলের শাহ মো. নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।