News update
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় সাইফুল হক

একতরফা নির্বাচনের পাঁয়তারা: ভয়ংকর সংঘাত ও বিপর্যয়ের আশংকা

রাজনীতি 2023-11-17, 9:55pm

an-emergency-meeting-of-biplabi-workers-party-was-held-on-friday-17-november-2023-5529991db73cd9d9983438c1b4a9681e1700236524.jpeg

An emergency meeting of Biplabi Workers Party was held on Friday 17 November 2023.



বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের ক্ষেত্র সৃষ্টি করতেই  যে ২৮ অক্টোবর থেকে বিরোধী দলসমূহের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে তা এখন স্পষ্ট। 

রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই  সংকট উত্তরণে আওয়ামী লীগের কোন রাজনৈতিক প্রস্তাবনা নেই।

শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন সরকার ও সরকারি দলের  বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর সংঘাত- সংঘর্ষ ও বিপর্যয়ের পথে নিয়ে যাওয়ার আশংকা তৈরী করেছে।রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা আর একটা  নীলনকশার নির্বাচনের মধ্য  দিয়ে তাদের অবৈধ ও অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার অপতৎপরতায় লিপ্ত। 

তিনি বলেন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের  জমিন তৈরীর জন্যই যে ২৮ অক্টোবর থেকে বিরোধী দল, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালিত হচ্ছে তা এখন স্পষ্ট হয়েছে। সরকারের এই নীলনকশা অনুযায়ী যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে তাও পরিস্কার হয়েছে।  

তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বিবেচনা করে দমন আর জবরদস্তির পথ ছাড়া তাদের ক্ষমতায় থাকার আর সামান্যতম কোন ন্যায্যতা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আজ এতটাই দেউলিয়া যে, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে তাদের ন্যায্য ও গ্রহণযোগ্য কোন প্রস্তাবনাও নেই।তিনি বলেন,গত ক'বছর ধরে তারা সুষ্ঠু, অবাধ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ , বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বলে আসলেও  এখন তারা সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

তিনি সরকার ও সরকারি দলকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের মানুষ কোনভাবেই আর একটি  পাতানো নির্বাচন মেনে নেবেনা: নিজেদের ভোটের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবেনা।

তিনি চলমান গণআন্দোলন  - গণসগ্রামকে বিজয়ের পথে নিয়ে যেতে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান। 

তিনি একতরফা নির্বাচনের তফসিল বাতিল, বিরোধীদলের উপর দমন পীড়ন বন্ধ এবং এক দফা দাবি আদায়ে আগামী  ১৯ ও ২০ নভেম্বর দেশব্যাপী  শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল  পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানান। 

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, ফিরোজ আহমেদ,  সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, প্রদীপ রায় প্রমুখ। 

সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানী মৃত্যু বার্ষিকীতে মহান জননেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সভায় পার্টির কেন্দ্রীয় সংগঠক সেকেন্দার হোসেন এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি