News update
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     
  • Tens of millions at risk of hunger as funding crisis spirals     |     
  • Yunus Urges Trump to Delay New Tariffs by Three Months     |     
  • Bangladesh Erupts in Nationwide Protests for Gaza Solidarity     |     
  • Trump’s Tariffs Put 1,000 Bangladeshi Exporters at Risk     |     

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-21, 10:16am

resize-350x230x0x0-image-248759-1700536216-bcdda2d61d4bc6968899c15e720efabb1700540200.jpg




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি বলেন, বিচারপতিকে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ার‌ম্যান হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতা হাবিবুর রহমান হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। যিনি নিম্ন আদালতের বিচারক থাকার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন।

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এর ব্যাখ্যা চেয়ে হাবিবকে তলব করেছিল হাইকোর্ট। গত ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছিল। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। কিন্তু বিএনপি নেতা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির হননি। তথ্য সূত্র আরটিভি নিউজ।