News update
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিবসে আ.লীগের জনসভা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2024-01-10, 8:45am

images-29-5fe55f10f79695d6e8bec0553a481b721704854798.jpeg




রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ডেকেছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে ঢাকায় এ জনসভা করবে আওয়ামী লীগ। যা দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করছেন অনেকে।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারি অনষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

এবার জাতীয় পার্টির আসন ২৩ থেকে কমে নেমেছে ১১টিতে। তবে দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়াকার্স পার্টি, একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। অপর একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

ভোটের পরপরই আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাই এদিনের জনসভায় বিজয় উদযাপন করতে যাচ্ছে টানা চার মেয়াদে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ। তথ্য সূত্র আরটিভি নিউজ।