News update
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     
  • Exporters to import duty-free raw materials: NBR Chairman     |     

কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-28, 4:27pm

img_20250228_162546-19f23ee96142cae6b45bed5a249fd3d91740738463.jpg




‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ছাত্র-জনতার ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতার ঢল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠাস্থলে যোগ দিতে থাকে ছাত্র-জনতা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে। পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার–এমন প্রত্যাশা আগতদের।

আয়োজকদের দাবি, ৬৪ জেলা থেকেই লোকজন অংশ নেবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সামান্তা শারমিন জানান, অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। বিকেলে শুরু হয়ে সন্ধ্যার আগেই এ অনুষ্ঠান শেষ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

তরুণদের নতুন এই দলের  আহ্বায়ক হলেন উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তথ্য সূত্র সময়।