News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

একটি গোষ্ঠী স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে : আমিনুল হক

রাজনীতি 2025-03-05, 11:34pm

the-rampura-thaka-bnp-workers-workshop-of-31-point-plan-to-repair-the-state-was-held-at-icra-mosque-ground-on-wednesday-08978a5e212888e18fc4aefb82ce963e1741196041.jpg

The Rampura Thaka BNP workers workshop of 31-point plan to repair the state was held at Icra Mosque ground on Wednesday.



বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মত কথা বলছে। স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে। 

বুধবার দুপুরে রাজধানীর রামপুরা হাজীপাড়া ইকরা মসজিদ মাঠে রামপুরা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন,শেখ হাসিনার বিচারের সাথে জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নাই।সংষ্কারের নাম করে কোন অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। ভূল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না, স্বৈরাচারের মত অবস্থায় পরতে হবে। 

দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে এবং নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।  

এসময় আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ প্রমান করেছে তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীকে তাড়িয়েছিল। ১৯৯১ সালে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।

এসময় তিনি বলেন স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমান করতে চায়। 

এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। কোন অবস্থাতেই এই অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দিব না। 

রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখন পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে। 

রামপুরা থানা বিএনপির আহবায়ক 

সভাপতিত্বে হেলাল কবির হেলুর ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম (বড় মিয়া) এর সঞ্চালনায় কর্মশালায় এসময় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,আকতার হোসেন,আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দীন,তহিরুল ইসলাম, শাহআলম,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য এজিএম শামসুল হক,সোহেল রানা ভূঁইয়া,মাহবুব আলম ভূইয়া শাহিন, জাহাঙ্গীর মোল্লা,ডা. একেএম কবির আহমেদ রিয়াজ,নুরুল হুদা ভূঁইয়া নূরু, হাজী নাসির উদ্দীন,এম এস আহমাদ আলী,জাহেদ পারভেজ চৌধুরী,ইব্রাহিম খলিল প্রমুখ। - মারুফ সরকার, প্রতিবেদক