News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের ঐক্য অটুট রাখতে হবে : খেলাফত মজলিস

রাজনীতি 2025-03-09, 2:52pm

whatsapp-image-2025-03-08-at-18-eb3847d61ffbfde406a069cca97eaa681741510350.jpeg

Amir of Khelafat Majlis addressing an iftar mahfil organised in honour of noted personalities at a local hotel on Saturday.



খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থান সময়ের ঐক্য অটুট রাখতে হবে। পতিত ফ্যাসিবাদীদের সুবিধা হয় এমন সব তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। বিভেদ নয় ঐক্য- এ চেতনা ধারণ করে আমাদের সামনে আগাতে হবে।
শনিবার (৮ মার্চ) বিকালে রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল এন্ড রিসোর্টসে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল বাছিত বলেন, আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর মাহে রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এ ধরণের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক অভিধানে নেই এমন কোনো শব্দের অসংলগ্ন প্রয়োগ করে রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি কাম্য নয়। জাতীয় সংসদের এখতিয়ারই হলো সংবিধান সংশোধনের এখতিয়ার। জাতীয় সংসদ নির্বাচনই আমাদের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত।
খেলাফত মজলিসের আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ইফতার মাহফিলে মেহমান হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াস সদস্য মাওলানা মোসাদ্দে বিল্লাহ আল মাদানী, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত আবদুল কাইয়ুম, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, খেলাফত আন্দোলনের আবু জাফর কাসেমী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, জাতীয় পাটির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাইফুল হক, জাসদের শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ, বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও লে. কর্নেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, আবদুল্লাহ ফরিদ, ফেরদাউস বিন ইসহাক, আবদুল কাইয়ুম সোবহানী, জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মিজানুর রহমান, কাজী মিনহাজুল আলম, জহিরুল ইসলাম, আবু সালেহিন, আমিনুর রহমান ফিরোজ, আবদুল হাফিজ খসরু, শায়খুল ইসলাম, তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, নুর হোসেন, মাওলানা নুরুল হক, মাওলানা আজিজুল হক, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ, মাওলানা নজরুল ইসলাম মাজহারীম আবুল হোসাইন প্রমুখ।