News update
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     

দেশ কঠিন সময় অতিক্রম করছে: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-19, 7:13pm




দেশ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। গণতান্ত্রিক বাংলাদেশই দেশবাসীর মূল আকাঙ্ক্ষা।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

জুলাই অভ্যত্থানের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক বাংলাদেশের সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশন কাজ করছে, দেশের মানুষ যা চায় সেটি লক্ষ্য রেখেই সামনে এগুতে হবে।

ঐক্যে জোর দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, এ মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের ৩১ দফা বাস্তবায়ন করবে।

গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছি কারণ জনগণের নির্বাচিত সরকার গঠন করা যায়। নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে।

বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া বিকল্প নেই। দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্ধারণ করবে সংস্কার কী হবে কী হবে না।

বিএনপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।


অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিকর চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিজেপি মহাসচিব আবদুল মতিন সুদ প্রমুখ অংশ নেন।