News update
  • Eid-ul-Fitr in Saudi Arabia today (Sunday)     |     
  • Landmine blast near Bandarban border, Bangladeshi injured     |     
  • Most Bangladesh cities unprepared for earthquakes, says IPD     |     
  • Dhaka’s footpaths abuzz with low-income Eid shoppers      |     
  • Dr Yunus back home ending his hugely successful China visit     |     

নোয়াখালীতে হান্নান মাসউদের ওপর হামলা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-24, 11:19pm

77c4bd80e337c0be74e3a5900c6e9aa7443c45aa4af096e1-03809575c75c95af51235cc2220d51ec1742836792.jpg




নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় হান্নান মাসউদসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ইফতারের পর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম পরিদর্শন করেছে।

জানা যায়, জাহাজমারা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসউদ। এ সময় কয়েকজন এসে পথসভায় হামলা চালান। এ সময় হামলায় হান্নান মাসউদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হন এনসিপির ৫০ নেতাকর্মী। 

প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন হান্নান মাসউদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) তার অবস্থান কর্মসূচি চলছিল।

এদিকে হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবি জানানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সময়।