News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

যুদ্ধবাজ নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন

অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবেঃ সাইফুল হক

রাজনীতি 2025-04-11, 8:15pm

img-20250411-wa0050-db10570f6f90dea2576b98bae1c05d651744380939.jpg

Biplabi Workers Party, general secretary, Zainul Huq, leading a procession brought out to protest genocide in Gaza.



আজ সকালে বিপ্লবী যুব সংহতির প্রতিবাদ সমাবেশে বিপ্লবী  ওরার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ায় সামরিক রাজনৈতিক  মদদেই ইসরায়েল গাজায় এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করতে পারছে।বিশ্বজনমতকে উপেক্ষা করে প্রকাশ্যে ঘোষণা দিয়েই গত দেড়বছর ধরে ইসরায়েল  গোটা একটা জনগোষ্ঠীকে নির্মূল করার আগ্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে।ইতিমধ্যে এই অপরাধে যুদ্ধবাজ নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে।তিনি অনতিবিলম্বে নেতানিয়াহু চক্রকে গ্রেফতার করে গনহত্যায় অভিযুক্ত নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করার আহবান জানান। 

তিনি বলেন, ইসরায়েল কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র নয়।তিনি বলেন, আরব দুনিয়ায় মার্কিনীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক আধিপত্য নিশ্চিত রাখতে ইসরায়েলকে সন্ত্রাসবাদী আউটপোস্ট  হিসাবে  গড়ে তোলা হয়েছে। 

তিনি ফিলিস্তিনের গাজা খালি করে আন্তর্জাতিক আবাসন বানানোর  মার্কিম প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে চূড়ান্ত দম্ভ,অহমিকা ও ঔদ্ধত্বের  বহিঃপ্রকাশ হিসাবে আখ্যায়িত করেছেন। 

তিনি বলেন, মার্কিন - ইসরায়েল অশুভ চক্ত আরব দুনিয়াকে ভিভক্ত কত্র তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ওয়াসীকে দূর্বল করে দেয়া হয়েছে।

এই সুযোগ কাজে লাগিয়ে  আরব বিশ্বে ইসরায়েল আগ্রাসী সন্ত্রাসী তৎপরতা জারী রেখেছে।

তিনি বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদী বিশ্ব জাতিসংঘকে অকার্যকর সংস্থায় পরিনত  করেছে। প্রস্তাব পাশ করা ছাড়া জাতিসংঘের আর কোন ভূমিকা দেখা যাচ্ছেনা।তিনি পরাশক্তিসমূহের ভেটো ক্ষমতা বিলুপ্ত করে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠনের দাবি জানান। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পাশে থাকবে।

ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরোচিত গণহত্যা বন্ধ, নেতানিয়াহু চক্রের বিচার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন - সমাবেশে  প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

অন্যন্য বক্তারা বলেন, ফিলিস্তিনি জনগণের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার অংগিকার ব্যক্ত করেন। 

বিপ্লবী যুব সংহতির আহবায়ক যুবনেতা বাবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতির সদস্যদচিব মীর রেজাউল আলম, বিপ্লবী শ্রমিক সংহতি সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  বিপ্লবী গারমেনটস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার, বিপ্লবী যুব সংহতির সংগঠক  মোহাম্মদ স্বাধীন, আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্র সংহতির নেতা জোনায়েদ হোসেন প্রমুখ।

মানববন্ধন-  সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর ও সেগুনবাগিচা প্রদক্ষিণ করে।