News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

নির্বাচন নিয়ে ধোঁয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে - সাইফুল হক

অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়

রাজনীতি 2025-04-17, 11:57am

img-20250416-wa0026-a6739c22b0a05338b5db1e7041afabdb1744869469.jpg

Zainul Huq2, general secretary, Biplab Workers party, addressing a party meeting in Bagura on Wednesday.



বুধবার সকালে বগুড়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোন সুযোগ নেই। কারণ অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগণের কাছে সুষ্পষ্ট অংগিকার রয়েছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে।এতে রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্বও তৈরী হচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় সে কারণে নির্বাচন নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখারও কোন অবকাশ নেই।

তিনি বলেন, গত ষোল বছর দেশ পরিচালনায় মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। ভোট ও প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের কথা মানুষ ভুলতে বসেছে। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী গণ আন্দোলনের প্রধান বিষয় ছিল ভোটের অধিকারসহ গণতন্ত্র প্রতিষ্টার দাবি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি আবার ভোট বা নির্বাচনের দাবি তুলতে হয় সেটা বিব্রতকর। তিনি সরকারের উপর আস্থা প্রকাশ করে বলেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা রাজনৈতিক দল ও জনগনকে আস্বস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বগুড়ায় পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। শহরের দত্তপাড়া মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আকস্মিকভাবে সয়াবিন তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের উপর নতুন  অত্যাচারের  সামিল।অবিলম্বে তারা মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান।

আবদুর রউফ এর সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, পার্টির টাংগাইল জেলার নেতা মাহমুদুল হাসান পিপলু, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নীলফামারী জেলার নেতা এডভোকেট মোজাফফর হোসেন,  মোশাররফ হোসেন নান্নু, পার্টির বগুড়ার সংগঠক সাইফুল ইসলাম, মনি সরকার প্রমুখ। 

সভার শুরুতে জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহতদের জন্য শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

সভায় বামপন্থী ধারার উল্লেখযোগ্যসংখ্যক রাজনৈতিক নেতা ও সংগঠক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে তাদের সংহতি ব্যক্ত করেন। - প্রেসবিজ্ঞপ্তি