News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

আসছে এনসিপির যুব সংগঠন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-13, 6:27pm

840c78e237ab9ce86c27215b1883dad7bdd24611d3e2a88b-11a3ba45b312340e490f63751286854a1747139255.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন আসছে। আগামী ১৬ মে ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে ‘জাতীয় যুবশক্তি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমম্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমম্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুব উইংয়ের সমন্বয়কারী তরিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ।

ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারে, সে বিষয়েও মতামত নেয়া হয়েছে বলে জানান তিনি।  সময়।