News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-13, 1:30pm

280b196c8c3b013a81f30fb6991a8b927ada34cb91a38f0d-707cd3d7b797230f39eaeb3c3b8462011749799822.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের উদ্দেশে বাসা থেকে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ১টায় বাসা থেকে রওয়ানা দেন তিনি।

তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বহুল প্রতীক্ষিত এ বৈঠক শুরু হবে। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। অনেকে হোটেলের সামনে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজনৈতিক সংলাপ।