News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ

রাজনীতি 2025-06-23, 5:29pm

img-20250621-wa0029-d93e1d9a1677ac87bd4c79299f2c0efb1750678189.jpg

BNP secretary general, Mirza Fakhrul Islam Alamgir addressing a reunion of the Biplane Workers Party on Saturday 21 June 2025.



বলেছেন  জুলাই - আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও ন্যূনতম ঐক্য ধরে রাখতে হবে।গণঅভ্যুত্থানের রাজনৈতিক শক্তিসমূহের মধ্যকার বিভাজনের সুযোগে পতিত ফ্যাসিবাদী শক্তিসমূহ যাতে পুনর্বাসিত হতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।বিচার, সংস্কার ও আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দশকের ধারাবাহিক লড়াই সংগ্রামের প্রশংসা করে বলেন ফ্যাসিবাদ বিরোধী গণসংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভুমিকা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।তারা বলেন, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নতুন মাত্রা যুক্ত করেছে। 

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মীর্যা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দল এবং ছাত্র তরুন সহ জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের পথেই রক্তঝরা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি। এখন  আন্দোলনের এই অর্জনকে ধরে রাখতে সংস্কারের পথে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আমির খসরুর মাহমুদ চৌধুরী বলেন,  পুরানো বাবস্থার পরিবর্তন চাই বলে আমরা সবাই মিলে ৩১ দফা দিয়েছি।গনতান্ত্রিক ধারায় নির্বাচনের মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র ও সরকার ব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন  আমাদের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রজ্ঞা ও দূরদর্শীতার পরিচয় দিতে হবে। লন্ডনে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠকের পর এখন সরকারের উচিৎ হবে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিয়ে বিচার, সংস্কার ও মধ্য ফেব্রুয়ারিতে  নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা।তিনি সরকারকে তাদের এজেন্ডা ছোট করে আনার পরামর্শ দেন।তিনি দড়ি বেশী  টানাটানি না করতে সবার প্রতি আহবান জানান।তিনি বলেন, দেশের ভিতরে ও বাইরে অনেকেই আমাদের অনৈক্যের সুযোগ নিতে ওৎ  পেতে আছে। তিনি বলেন, দেশের মানুষের  অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে  আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

ড. বদিউল আলম মজুমদার বলেন, অতীতে পরিবর্তনের অনেক সুযোগ আমরা নষ্ট করেছি। এবার সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তনের এই সম্ভাবনা কোনভাবেই বিনষ্ট করা যাবেনা। তিনি আশা করেন রাজনৈতিক নেতারা এবার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ইকবাল হাসান মাহমুদ চৌধুরী,  দলের  যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন  চৌধুরী এনী, ইমরান সালেহ প্রিন্স, উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুস সালাম, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক  নীলুফার চৌধুরী মনি,  গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্য এর সভাপতি  মাহমুদুর রহমান মান্না,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,  ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান 

শেখ রফিকুল ইসলাম বাবলু,  রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম,  জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য 

ড. বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার,   বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স,  গণফোরামের  শীর্ষ নেতা নেতা এডভোকেট সুব্রত চৌধুরী, ডা. মিজানুর রহমান,  এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, 

বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান,  গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান,লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, বাসদ-  মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান,   কবি মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, গণতান্ত্রিক বাম ঐক্য এর সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাগপার সাধারণ সম্পাদক ডা. ইকবাল হাসান,  গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুর নূর,  এনডিএমের মহাসচিব মমিনুল আমিন, এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের, উর্দুভাষীদের নেতা সাদাকাত খান ফাক্কু, সিনিয়র এডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। 

বক্তারা বলেন, বহু রক্ত দিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি সাম্যভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে। তারা বলেন,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই লড়াই শেষ অব্দি এগিয়ে নেবে।

তারা বলেন, জনগণের স্বার্থ ও অধিকারের প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপোষহীন।

নেতারাবলেন, কোন চেহারায় স্বৈরতন্ত্রকে বাংলাদেশে আমরা আর শিকড় বিস্তার করতে দেয়া যাবেনা। 

পুনর্মিলনীর শুরুতেই  মুক্তিযুদ্ধের শহীদ ও   ২০২৪ এর জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংগিকার ব্যক্ত করা হয়।

সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,  আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য   রাশিদা বেগম, সাইফুর রেজা মামুন,মাহমুদুল হাসান পিপলু  সাইফুল ইসলাম  মীর রেজাউল আলম, ফিরোজ আলী, কেন্দ্রিয়  সংগঠক আইয়ুব আলী, বাবর চৌধুরী, ইমরান হোসেন, ঢাকা মহানগর কমিটির নেতা মোঃ সালাউদ্দীন , মিজারুল রহমান ডালিম, আরিফুল ইসলামসহ পার্টির ঢাকা মহানগর  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।