News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

চীনের ‘ইভি বিপ্লব’ দেখল বিএনপির প্রতিনিধি দল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-26, 7:43am

bfa856e28678a030a42d64f8c15da538a7c85aff18da7dc6-b7c14872336e9fb3a60868edd1a0916e1750902181.jpg




ইলেকট্রিক ভেহিক্যাল বা ‘ইভি বিপ্লবে’ বিশ্বে একটি বিশেষ জায়গা করে নিয়েছে চীন। দেশটি সফরে এবার ইভি ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সফরের তৃতীয় দিন বুধবার (২৫ জুন) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’র সদর দফতর পরিদর্শন করে।

বুধবার দিবাগত রাতে (২৬ জুন) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে শায়রুল কবির খান এসব তথ্য জানান।

পরিদর্শনকালে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপির প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ঝাও ইয়েডি।

এরআগে সফরের দ্বিতীয় দিনে বিএনপি মহাসচিব বলেছিলেন, ‘বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব সবসময় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কের ৫০তম বার্ষিকীতে আমরা চীনে এসেছি। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি।’