News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-24, 8:25am

img_20250724_082400-99f466271b53001f3f781674d5d921a91753323935.jpg




আগামী বছরের প্রথম অংশে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটে সমাবেশে বক্তৃতা করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কলেজ রোডে উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। নির্বাচন না হলে কিছু সমস্যা হবে। তবে দুর্বল প্রশাসনের মাধ্যমে প্রি-ম্যাচিউরড নির্বাচন চাই না।

তিনি বলেন, জামায়াতের নেতারা বিদেশে পালায় না। জামায়াত এই দেশ ও দেশের মানুষ ভালোবাসে। বিদেশে বেগম পাড়ায় বাসাবাড়ি নেই জামায়াত নেতাদের। তাই সব নির্যাতন সহ্য করে দেশে থাকে জামায়াত নেতারা।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছিল দল ক্ষমতা থেকে চলে গেলে ৫ লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে, কিন্তু তা হয়নি। জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না। ৫ আগস্টের পর পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে নিরাপত্তা দিয়েছে সবাইকে। পূজামণ্ডপে পাহারা বসিয়েছে। জামায়াত দেশের প্রতিটি মানুষকে সম্মান করে।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম প্রমুখ।