News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনে জুলাই অভ্যুত্থান হয় নাই: নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-31, 3:48pm

8280155794eee97845d4b66d101024ef8b5a3f60949ca3d1-ab5fae58751c88e69ffb06d662c1c3541753955297.jpg




ইসলামী ছাত্রশিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনে জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছে জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকা নয় বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকা নয় বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে এসব বিষয় তুলে ধরেন তিনি।

নাহিদ ইসলাম লিখেন, ‘শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। ‘গুরুবার আড্ডা’ পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয়। সঙ্গে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়।’

একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘসময় ধরে কাজ করা হয়েছে জানিয়ে তিনি আরও লিখেন, ‘আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি। ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সব পক্ষের সঙ্গেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সঙ্গেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল।’

সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘কিন্তু ৫ আগস্ট থেকে এই পরিচয় তিনি ব্যবহার করেছেন। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম।’

অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই উল্লেখ করে নাহিদ বলেন, ‘কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলব।