News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

জাতির উদ্দেশে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-12, 8:19pm

dfsfsdfsdf-41012d772b5804ccca3e4075fbfa31481762957184.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলেও জানায় তার প্রেস উইং।