News update
  • 42,000 Bangladeshi Expats Apply for Voter Registration Abroad     |     
  • Mark Carney to Become Canada's Next Prime Minister      |     
  • CA’s Special Assistant Prof M Aminul Islam Resigns     |     
  • UNRWA Report #162 on the Crisis in Gaza and the West Bank     |     
  • The Commission in the Status of Women and Why it Matters     |     

রমজানে থাইরয়েডের ওষুধ খাবেন কখন?

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-03-10, 7:22am

f5551b0ac6fa0a30accc104e1d6e814ee007e0f66a47d250-d2343ba570d6734a3eb61a0e4429aca71741569767.jpg




রমজানে থাইরয়েডের ওষুধ খাওয়ার সঠিক সময় নির্ভর করে ওষুধের ধরন এবং আপনার চিকিৎসকের পরামর্শের ওপর। তবে সাধারণত হাইপোথাইরয়েডিজমের জন্য লেভোথাইরক্সিন ওষুধ খেতে হয় খালি পেটে, যা রোজার সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

জেনে নিন রমজান মাসে কোন সময় থাইরয়েডের ওষুধ খেতে হবে।

থাইরয়েডের ওষুধ খাওয়ার সময়সূচি (রোজার সময়)-

সেহরির আগে (ফজরের ৩০-৬০ মিনিট আগে): পানি দিয়ে খেয়ে নিন, এরপর সেহরি করুন। খাবারের সাথে খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে, তাই সেহরির আগেই খাওয়াই উত্তম।

যদি সেহরির আগে না খেতে পারেন-

ইফতারের ৩-৪ ঘণ্টা পরে, যখন পেট খালি থাকবে। তবে এ সময় খেলে আবার সকালে সেহরির আগে খাওয়া যাবে না।

প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার ওষুধের ডোজ ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময়সূচি সামান্য পরিবর্তন হতে পারে। সময়