News update
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     
  • NYT paints troubling, one-sided view of Bangladesh     |     
  • Two brothers killed in Narsingdi over extortion refusal     |     
  • Death toll from Myanmar earthquake surpasses 1,700     |     
  • Children’s entertainment centres buzz with Eid crowds      |     

কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে?

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-03-29, 7:43am

8db63aabfa6a30332c23deb62f6cf57147c8f233cef2e1ad-a2a6f327b46d1f3fe64febe4e63fb4e11743212637.jpg




মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে সুন্দর চোখের ওপর। আর সেই চোখ যদি হয় ক্লান্তিতে মোড়ানো, তাহলে তা হয়ে ওঠে সৌন্দর্য হানিকর। কিন্তু আপনি জানেন কি, বিশেষজ্ঞরা চোখের নিচে কালি পড়ার জন্য দায়ী করেছেন একটি ভিটামিনের অভাবকে।

শুধু রাত জাগলেই যে চোখের নিচে কালি পড়ে, এমন ধারণায় অনেকে আটকে আছেন। তাই অনেকে চোখের নিচে কালি পড়লে শুরু করে দেন বাইরে থেকে রূপচর্চা। কিন্তু সমস্যাটা শরীরের ভেতরের।

চোখের নিচে কালি পড়ার লক্ষণ প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, ভিটামিন ডি-র অভাবে এমনটা হয়ে থাকে। শরীরে ভিটামিন ডি-র অভাব হলে প্রথমে তা জানান দেবে আপনার চোখ।

চোখের নিচে কালি পড়া ছাড়াও বেশ কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন শরীরে ভিটামিন ডি-র অভাব রয়েছে। যেমন: ক্লান্তিবোধ, অনিদ্রা, হাড় ব্যথা, অবসাদ, চুল পড়া, পেশিতে টান এমনসব উপসর্গও দেখা যায় যদি ভিটামিন ডি-র অভাব হয়।

তাই এসব লক্ষণ দেখে দেরি করবেন না। শরীরে ভিটামিন ডি-র অভাবের উপসর্গ দেখলেই সূর্যস্নান করতে পারেন। কারণ, সূর্যের আলোতে সপ্তাহে তিন দিন আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকলেই আপনার ভিটামিন ডি-র ঘাটতি দূর হয়ে যাবে।

ভিটামিন ডি-র ঘাটতি দূর করতে নিয়মিত বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ২০ মিনিট সূর্যস্নান করুন। ভিটামিন ডি-র ঘাটতি পূরণে সবচেয়ে সহজ আর দ্রুত কাজ করে এ উপায়। সূত্র: আনন্দবাজার