News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত কমল

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-20, 11:49pm

564353453-a15b7d9542ef98f1457fa529daeaf4191750441744.jpg




দেশে এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ জন। তবে এ সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শুক্রবার (২০ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। আর নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৯৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।