News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-27, 8:01pm

4a1d5ce22c806d782024d188ed68296822caa387035004be-3fc556d0a21cf886deb11fec7951dbc91751032872.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ১৯ জন।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.০২ শতাংশ।

নতুন করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে। আর নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।