
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন।
বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন আরও দুইজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৫ জন নারী।
অন্যদিকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭০২ জন, যার মধ্যে ১২ হাজার ১৬২ জন পুরুষ ও আট হাজার ৫৪০ জন নারী।