News update
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     
  • Dhaka-Ctg highway 10-lane expansion shelved; focus shifts to railway     |     
  • Trump warns of 100% tariff on Chinese Imports, U.S. Tech export restrictions      |     
  • Thousands Return to Ruins as Gaza Ceasefire Brings Hope     |     
  • From posters to punchlines: How Bangladesh’s politics got 'Meme-ified'     |     

কলেজে ফিরলেন সেই অধ্যক্ষ, ফুল দিয়ে বরণ

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2022-08-03, 9:05pm




কর্মস্থলে ফিরেছেন লাঞ্ছনার শিকার নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বিশ্বাস।

বুধবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলেজে ঢোকার সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে স্বপন কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, সবাই আজকে আমাকে যে সম্মান দিয়েছে, অতীতের সবকিছু ভুলে সামনের দিকে এগিযে যেতে চাই।

উল্লেখ্য, গত ১৮ ‍জুন ওই কলেজের ছাত্র রাহুল দেব রায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ভারতের বিজেপির নেত্রী নুপুর শর্মার সমর্থনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই শিক্ষার্থীর স্ট্যাটাসে স্বপন কুমার বিশ্বাস সমর্থন দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুদ্ধ জনতা ওই শিক্ষার্থী ও অধ্যক্ষ স্বপন কুমারকে জুতার মালা পরিয়ে দেয়। এ ঘটনায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে ১৯ জুন থেকে কলেজটি বন্ধ করে দেওয়া হয়।

১৭০ থেকে ১৮০ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। এরমধ্যে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে অন্যদের শাক্তের কাজ চলছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।