News update
  • NCP to Push for Reforms After Eid     |     
  • 600,000 Devotees Offer Eid Prayer at Sholakia      |     
  • Bangladesh Economy Shows Signs of Recovery Amid Challenges     |     
  • Bangladeshi Women Student July Protest Leaders to be honoured at Women of Courage Award ceremony     |     
  • 'Eid of sadness': Gazans pass with scarce food, razing war     |     

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-03-25, 4:43pm

9f1c1ac8eb35d9abc94c4d2b20524ed7e6588624cbc1f909-672dd52940f32fdc01850c049dcaa7e01742899428.jpg




ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ভুবনে।

সন্‌জীদা খাতুনের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ছেলে পার্থ তানভীর নভেদ।  সময়