News update
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

অভিনেত্রী গুলশান আরাকে হারিয়ে ফেসবুক যেন শোক বই

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-04-15, 3:23pm

ewrewrewr-39dd4b5a71c6c6d4e1e82555e7fd6c0c1744708984.jpg




আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর ফেসবুকের পাতা যেন পরিণত হয়েছে এক শোক বইয়ে। দীর্ঘদিনের এ সহকর্মীকে নিয়ে জনপ্রিয় সব তারকারা স্মৃতিচারণা করছেন। দিচ্ছেন ছবিসহ স্ট্যাটাসও।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার ফেসবুকে লিখেছেন, আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা, একজন গুণী অভিনেত্রী ও অসাধারণ মানুষ ছিলেন। তিনি আজ সকালে ইন্তেকাল করেছেন। এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাহিক নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সহশিল্পী গুলশান আরা আহমেদ আজ ভোর ৬.৩০ মিনিটে ইহকাল ছেড়ে চলে গেছেন। খুব হাসিখুশি ভালো মানুষ ছিলেন। মহান রাব্বুল আলামিন গুলশান আপাকে বেহেশত নসীব করুন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। কত স্মৃতি আপনার সঙ্গে আপা। আজ সকালে আপা ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

এ প্রজন্মের অভিনেত্রী ইমু শিকদার ফেসবুকে গুলশান আরা আহমেদের ছবি সম্বলিত একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমাদের সহশিল্পী খুব হাসিখুশি ভালো মানুষ ছিলেন। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।

গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান।

এর আগে, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

প্রসঙ্গত, অভিনেত্রী গুলশান আরা আহমেদ আজ সকাল পৌনে সাতটার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।আরটিভি