News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-04-16, 7:08pm

ertertertdqeq-58d0970849db0334544dfc98f83b42851744808888.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী খ্যাতিমান চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন খানকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে ছাই হয়ে যায় বাড়িটির টিনশেড ঘরে রাখা মানবেন্দ্র ঘোষের দীর্ঘদিনের গচ্ছিত রাখা নানা প্রকারের শিল্পকর্ম, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমাসহ ঘরের আসবাবপত্র।

ধারণা করা হচ্ছে, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতিসহ বিভিন্ন মোটিভ বানানোর জের ধরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে বাড়িতে থাকা দোকানের কর্মচারীরা বাড়িতে আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকে। এ সময় বাড়ির ও আশপাশের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ দাবি করেন, পহেলা বৈশাখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইনডাইরেকলি তিনি হুমকির মধ্যে ছিলেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর মঙ্গলবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, মঙ্গল শোভাযাত্রায় শেখ হাসিনার যে মুখাকৃতি তৈরি হয়েছে সেটাতে অনেকেই জড়িত ছিল। এটি ঊর্ধ্বতন প্রশাসনের চাহিদার জন্য করা হয়েছে। কোন শিল্পী নিজ উদ্যোগে সেগুলো তৈরি করেনি। এখানে শিল্পীদের কোনো দায় নেই। প্রশাসন যেভাবে নির্দেশনা দিয়েছে শিল্পীরা সেভাবে কাজ করেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সকল কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমরা গতকাল রাতে জানতে পেরেছি চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন খানকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবে।