News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

পাসপোর্টে “এক্সসেপ্ট ইসরায়েল” বহাল রাখতে হবে

সংগঠন সংবাদ 2021-06-05, 11:20pm

Demo of Islami Andolan at north gate of Baitul Mukarram mosque on Saturday



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে “এক্সসেপ্ট ইসরায়েল” শব্দ বাদ দিয়ে সরকার সারা বিশ্বের মুসলিমদের কলিজায় আঘাত করেছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতি সরকারের প্রীতি মুসলিম বিশ্বকে হতভম্ব করেছে। অনতিবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে “এক্সসেপ্ট ইসরায়েল” শব্দ পূনর্বহাল করতে হবে হবে। ইসরাইল ও ভারতকে খুশি করতেই পাসপোর্ট থেকে এক্সসেপ্ট তুলে দিয়েছে।
আজ ৫ জুন শনিবার রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে “পাসপোর্ট থেকে এক্সসেপ্ট ইসরায়েল বাদ দেয়ার প্রতিবাদে ও তা সংযোজনের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্য¶ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ, মুফতী ফরিদুল ইসলাম প্রমুখ।
প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আরও বলেন; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর একসেপ্ট ইসরাইল বহাল রেখেছিল, তার কন্যা শেখ হাসিনা সে পথ থেকে দূরে সরে গিয়ে ইসরাইলের সাথে সখ্যতা করার চেষ্টা করছে। বিশ্বমুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকে থাকতে পারবে না। গোপনে তড়িঘড়ি করে পাসপোর্ট থেকে শব্দ দু’টি বাদ দেয়া এবং বাংলাদেশ থেকে কেউ ইসরায়েলে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণায় প্রমাণ করে সরকার ইসরায়েলের সাথে নতুন কোনও সম্পর্ক তৈরি করেছে যা ইসলাম, দেশ ও মানবতার জন্য হুমকির। তিনি বলেন, স্বৈরাচারী আচরণের কারণে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব না করে সরকার মুসলমানদের অনুভুতিতে আঘাত করেছে।
প্রিন্সিপাল মাদানী বলেন, সাধারণ দেশপ্রেমিক জনগণকে ধোঁকা দেয়ার জন্য যে খোঁড়া যুক্তি পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিলো পাসপোর্ট শক্তিশালী করার ব্যাপারে তাতেও সরকারের কর্তাব্যক্তিদের চরম অদক্ষতা, অবিচক্ষণতা ও মূর্খতার বহিঃপ্রকাশ পেয়েছে। যেখানে মালয়েশিয়া-ইন্দোনেশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র “এক্সসেপ্ট ইসরায়েল” বহাল রেখেই সারাবিশ্বে বুক ফুলিয়ে চলছে সেখানে সরকারের ন্যাক্কারজনক প্রচেষ্টা অবশ্যই অগ্রহণযোগ্য ও পরিহার করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্য¶ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে রিফিউজি হিসেবে থাকার জন্য এসে এখন প্রায় পুরো ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। কয়েকদিন আগেও রমজান মাস জুড়ে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে নামাজরত মুসলমানদের উপরে হামলা করেছে। পুরো ফিলিস্তিনে চালিয়েছে নারকীয় হত্যাকান্ড, ধর্ষণ, গ্রেফতার ও নির্যাতন। আমার দেশের প্রধানমন্ত্রী সংসদে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের এহেন কর্মকান্ডের। যে জন্য সারাবিশ্বেও মুসলমান তাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে দেশের পাসপোর্ট থেকে রাতারাতি “এক্সসেপ্ট ইসরায়েল” শব্দ দু’টি মুছে দেয়ার ষড়যন্ত্র দেখে মুসলিম বিশ্ব হতবাক হয়েছে। জানিয়েছে ধিক্কার, করেছে সমালোচনা। আমরা অনতিবিলম্বে পাসপোর্টে “এক্সসেপ্ট ইসরায়েল” শব্দ যূগল পূনর্বহাল চাই।  
প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশশেষে একটি বিশাল মিছিল বাইতুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাঙ্কির সামনে গিয়ে মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।
বার্তা প্রেরক - আহমদ আবদুল কাইয়ূম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ০১৭১১৪৬২৪৩২