News update
  • BSF halts fencing at Joypurhat border after BGB intervention     |     
  • 30 NCP leaders urge Nahid Islam not to form alliance with Jamaat     |     
  • Tarique offers fateha at graves of Pilkhana martyrs, father-in-law     |     
  • Navy detains 11 over smuggling diesel, cement to Myanmar     |     
  • Investors stay away as stocks turnover drops 7% despite index gains     |     

'ভিডাব্লিউবি' নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে : ইন্দিরা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-11-08, 8:36am




মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশের গ্রামীন দুঃস্থ নারীর  আর্থ-সামাজিক উন্নয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম’ (ভিডাব্লিউবি)  একটি নিরাপত্তামূলক কর্মসূচি। এই কার্যক্রম তাদের খাদ্য,পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সচিবালয়ে  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডাব্লিউবি’র ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য ‘ওয়েব পোর্টাল এবং এ্যাপস’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ভিডাব্লিউবি থেকে উপকারভোগী হবে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী, যাদের পরিবারের নিয়মিত উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই। যাদের ভূমিহীন ও নিজ মালিকানা জমির পরিমাণ  শুন্য দশমিক ১৫ শতকের কম। এদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছর। এই বয়সী নারী এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে। তিনি বলেন, দেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলায় সকল ইউনিয়ন ভিডাব্লিউবি কার্যক্রম বাস্তবায়িত হবে। পৌরসভা ও সিটি কর্পোরশন এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন বা কার্ড প্রদান করা হবে না। শুরু হওয়ার পর,  এই সময়ে কোন ইউনিয়ন পৌরসভা/সিটি কর্পোরশনের অন্তর্ভুক্ত হলে উপকারভোগীদের চলমান খাদ্য সহায়তা ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে এসময়  উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদ্দুজামানসহ এটুআই ও বিশ্ব খাদ্য কর্মসূচির সূচির প্রতিনিধিবৃন্দ। 

একজন উপকারভোগী অনলাইনে সংযুক্ত হয়ে ভিডাব্লিউবি এমআইএস ওয়েব পোর্টাল এর মাধ্যমে নাম নিবন্ধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামে উপকারভোগীরা সঞ্চয় ব্যবস্থাপনার আওতায় প্রতি মাসে নিজ একাউন্টে দুইশত চল্লিশ টাকা সঞ্চয় জমা করবে। যা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য  এই  সঞ্চয় মূলধন গঠনে সহায়তা রাখবে। সঞ্চয়কৃত অর্থ এবং প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে তারা দুই বছর পরে, নিজেরাই ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেদের আত্মনির্র্ভরশীল করে তুলতে পারবে। এর ফলে সুফলভোগীরা আয় বর্ধক ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে। দেশের অর্থনীতির মূল স্রোতধারায় এই কার্যক্রমের এই ১০ লাখ  ৪০ হাজার নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে। দেশের ৬৪ জেলা, ৪৯২ উপজেলার সকল ইউনিয়ন ভিডাøিবউবি কার্যক্রম বাস্তবায়িত হবে। দুই বছর মেয়াদে এই কার্যক্রমের আওতায় তারা  আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে দুই বছর প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে। ২০২৫- ২০২৬  সাল থেকে পনেরো লাখ উপকারভোগী এই কর্মসূচি আওতায় সহায়তা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটার এর দোকান হতে, ১০৯ ও ৩৩৩ হট লাইন নাম্বারে কল করে আবেদন করতে পারবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই, সেখানে মোবাইল অ্যাপ ভিডাব্লিউবি  এর মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ নভেম্বর  থেকে ২১ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। তথ্য সূত্র বাসস।