News update
  • A costly bridge in Manikganj remains idle sans approach roads     |     
  • Dhaka’s air quality records ‘unhealthy’ amid fog Saturday morning     |     
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     
  • Special prayers held nationwide for Khaleda after Jumma prayers     |     
  • Vandalism at Chattogram Airport for food after flight cancellations     |     

আইসিএমএবি ‘আইএএস-আইএফআরএস’ কুইজ প্রতিযোগিতা-২০২২’ আয়োজন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-11-15, 8:13am




ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) প্রশিক্ষণ বিভাগ তার শিক্ষার্থীদের এবং যোগ্য সিএমএদের জন্য ‘আইএএস-আইএফআরএস’ কুইজ প্রতিযোগিতা-২০২২ এর আয়োজন করেছে।

অ্যাকাউন্টিং তথ্যের বৃহত্তর স্বচ্ছতা এবং আরও ভাল যোগাযোগ নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সামঞ্জস্যপূর্ণ অ্যাকাউন্টিং সিস্টেম প্রতিষ্ঠার জন্য ‘আইএএস এবং আইএফআরএস’ এর শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

‘আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস-২০২২’ উপলক্ষে, আইএএস-আইএফআরএস কুইজ প্রতিযোগিতার বিজয়ীদেরকে রাজধানীর নীলক্ষেত এলাকার আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে নগদ পুরস্কার, ক্রেস্ট, মেডেল এবং অংশগ্রহণের প্রশংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রফেসর ও ডিন প্রফেসর মো. মুঈনুদ্দিন খান।

সেশনে সভাপতিত্ব করেন আইসিএমএবি সভাপতি মো. মামুনুর রশীদ।

প্রতিযোগিতার আগে, ৪০ জন আইএএস-আইএফআরএস’কে কভার করে আলাদা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করা হয়েছিল। আইসিএমএবি-এর অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (এলএমএস) ব্যবহার করে সারাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মো. আফতাব উদ্দিন ভূঁইয়া, মো. ওয়াসিফ আজিম, মুহাম্মদ জিয়াউল হক এবং মো. ইত্তেহাদুল ইসলাম ‘আইএএস ও আইএফআরএস’এর চারটি শ্রেণীবদ্ধ গ্রুপের অধীনে চ্যাম্পিয়ন হয়েছেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কমিটির চেয়ারম্যান মো. আলী হায়দার চৌধুরী, সেমিনার ও সম্মেলন কমিটির চেয়ারম্যান একেএম দেলোয়ার হুসাইন এবং আইসিএমএবি-এর পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র বাসস।