News update
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     
  • UN Releases $11 Million for Gaza Aid Amid Fragile Hope     |     
  • Global ‘Food Heroes’ Driving Change From Farm to Table     |     

ঝিনাইদহে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পরামর্শ সভা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-03-14, 12:13am

image-82568-1678724440-9430771e024b0d1c06a617b09b22942f1678731210.jpg




জেলায় আজ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে ‘যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান’ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (ঝিনাইদহ-মাগুরা) সংসদ সদস্য খালেদা খানম।

সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, মহিলা-ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।