News update
  • Multiple crises worsening global employment divide, says ILO     |     
  • Budget silent on corruption, money laundering: TIB     |     
  • Budget’s growth, revenue, inflation targets unrealistic: CPD     |     
  • 4 more dengue patients hospitalised in 24 hours     |     
  • Bangladesh sees two more Covid deaths, 89 cases in 24 hours     |     

স্মার্ট বাংলাদেশ নির্মাণের রোডম্যাপ দিবে আইইবি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-05-13, 9:19am

image-89802-1683902259-9f54ee1e76100726076e863c9a5db29d1683947966.jpg




বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (অইইবি) ৬০তম কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে প্রকৌশলীদের পক্ষ থেকে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে’ কয়েকটি সুপারিশ উপস্থাপন করা হবে।

পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশন উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর রমনায় আইইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র ৬০তম কনভেনশন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনভেনশনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় প্রকৌশলী এম.এ. জব্বার স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত  প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। একই দিনে বিকাল চারটায় শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী মন্ত্রী লে. কর্ণেল (অবঃ) মো. ফারুক খান।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় শহীদ প্রকৌশলী স্মৃতি বক্তৃতার মধ্যদিয়ে আইইবি’র ৬০ তম কনভেনশন শুরু হয়।

আইইবি ভবনে সংবাদ সম্মেলনে আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু লিখিত বক্তব্যে জানান, আগামীকাল শনিবার সকাল এগারোটায় আইইবির ৬০তম কনভেনশনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

‘ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং ইন দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ এই শ্লোগান নিয়ে এবারের কনভেশন শুরু হয়েছে উল্লেখ করে শাহাদাৎ হোসেন শীবলু জানান, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ৫ দিনব্যাপী এ কনভেনশনে রয়েছে, জাতীয় সেমিনারের উদ্বোধনী ও সমাপনী পর্ব, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, ৪টি স্মৃতি বক্তৃতাসহ বিদেশী অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। 

প্রধানমন্ত্রীর কাছে প্রকৌশলীদের পক্ষ থেকে কোন বিষয়গুলো তুলে ধরা হবে -সাংবাদিদের  এমন এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু জানান, স্মার্ট বাংলাদেশ নির্মাণে সারাদেশের প্রকৌশলী সমাজের পক্ষ থেকে প্রয়োজনীয় কয়েকটি বিষয় তুলে ধরা হবে। 

আগামী সোমবার এ কনভেনশন শেষ হবে। ওইদিন বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশান এরশাদ। 

উল্লেখ্য, আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদার সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষ, ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মেছবাহুজামান চন্দন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল বাসার, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিব আহমেদ হালিম মুরাদসহ আইইবির বিভিন্ন সেন্টার,সাব-সেন্টারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র বাসস।