News update
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     
  • Remittance Surpasses $10b in Four Months of FY 2025-26     |     
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     

বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান -মুসলিম লীগ

সংগঠন সংবাদ 2021-11-20, 7:59pm

Muslim League Picture



বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. এ সালামের ১৯তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগ কর্তৃক আয়োজিত দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, “মরহুম এম এ সালাম সাহেব ছিলেন মুসলিম জাতিসত্তার একজন অতন্দ্র প্রহরী ও বীর সিপাহসালার। একজন

জাতীয় নেতা, সফল শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে দেশের মানুষের জন্য তাঁর অবদান অবিস্মরণীয়।” নেতৃবৃন্দ আরো বলেন,“ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা ও বিপুল প্রাণহানি দেশের রাজনৈতিক সংকটেরই বহিঃপ্রকাশ।

স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেনা। দেশে একধরনের গণতন্ত্রহীনতা ও স্বৈরতান্ত্রিকতা বিরাজ করছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।” সভায় প্রধান আলোচক ও দলের মহাসচিব আলহাজ¦ কাজী আবুল খায়ের বলেন, “দেশকে বিরোধীদল

শূন্য করার চক্রান্ত চলছে। চলমান স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদলীয় নেতাদেরকে মামলা-হামলা-হয়রানি ও সর্বশেষ টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের উপর হামলাই এর নগ্ন উদাহরণ।” তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবী জানান।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ সাইদুর রহমান, কেন্দ্রীয় নেতা এ্যাড. আফতাব হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এ্যাড. আবু সাঈদ মোল্লা, সৈয়দ আনিসুজ্জামান মানিক, মোঃ আবদুল খালেক, আবদুল আলিম, ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিঃ ওসমান গনি ও সদস্য সচিব মামুন-অর-রশিদ,

ছাত্রনেতা মোঃ নুর আলম, মোঃ নুরুজ্জামান প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

সংবাদ প্রেরক - মোঃ আনোয়ার হোসেন আবুড়ী , ০১৬৭৬৪৬০৯১৬, প্রচার কমিটির আহবায়ক, বাংলাদেশ মুসলিম লীগ