Aliah Madrasa students demo
ঐতিহ্যবাহী সরকারী মাদরাসা-ই আলিয়ার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (রহঃ) হল এর ঐতিহ্য নষ্ট করে হল সুপারের বাসভবন অপসারণ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর নির্মানের সরকারী সিদ্বান্ত মানিনা মানব না । মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা মাদরাসা ছাত্রদের দীর্ঘদিনের প্রানের দাবী ; কিন্তু আলিয়া মাদরাসার ঐতিহ্য নষ্ট করে নয় । সরকার চাইলে অন্য যে কোনো নতুন জায়গায় অধিদপ্তর ভবন নির্মান করতে পারে । তাছাড়া মাদরাসা-ই আলিয়া ঢাকার বিশাল বড় খেলার মাঠ রয়েছে । মাঠের যে কোন একপাশেও এভবন হতে পারে ; তা না আমাদের হলের সৌন্দর্য নষ্ট করে ।
অধিদপ্তর ভবন নির্মান কিছুতেই আমরা মেনে নিব না । প্রয়োজনে আমরা আমাদের পূর্বসূরীদের ন্যায় রক্তের বিনিময়ে হলেও সরকারী মাদরাসা-ই আলিয়া সৌন্দর্য ঐতিহ্য অক্ষুন্ন রাখব।
১১ ডিসেম্বর সরকারী মাদরাসা-ই আলিয়া ঢাকার সাধারণ ছাত্রবৃন্দ এক বিক্ষোভ মিসিল উত্তর সমাবশে একথা বলেন। - প্রেস বিজ্ঞপ্তি