News update
  • Bangladesh GDP to Grow 5% in 2026 Amid Rising Price Pressures     |     
  • Thousands Rally at Chattogram Polo Ground Ahead of Polls     |     
  • Gas Shortages Hit Households as Prices Soar in Dhaka     |     
  • Tarique in Chattogram for second phase of election campaign     |     
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     

নারীপক্ষ’র ৪০ বছর পূর্তিঃ মোরা আকাশের মত বাধাহীন ২-৩ মার্চ

সংগঠন সংবাদ 2024-03-01, 12:07am

naripokkho-image-9d60ffadaec67bbca3f5d0dc6e7837a91709230020.jpeg

Naripokkho image



নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে নারীর অব ̄স্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষে ̈ নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জনে ̈ বিভিন্ন পর্যায়ে কাজ করছে। এ বছর নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী আয়োজন “মোরা আকাশের মত বাধাহীন” এর অংশ হিসেবে আগামী ১৮ - ১৯ ফাল্গুন ১৪৩০, ২ - ৩ মার্চ ২০২৪ পিএইচএ ভবন, গণস্বাস্থ্যকেন্দ্র, সাভার এ ২ দিনব্যাপী ‘বীরাংগনা সম্মিলন’ এর আয়োজন করতে যাচ্ছে। সম্মিলনে নারীপক্ষ’র সাথে যুক্ত মোট ১৩ টি জেলা থেকে প্রায় ৬০ জন বীরাংগনা বোন অংশগ্রহণ করবেন। আমাদের আশা যে, এর ফলে বীরাংগনা বোনদের মধে ̈ অন্তরংগ সম্পর্ক ও সংহতি তৈরী হবে এবং দীর্ঘকাল উপেক্ষিত বীরাংগনা নারীর  ̄অধিকার জাতীয় পর্যায়ে ধ্বনিত হবে।

উ৩ সম্মিলনের উদ্বোধনী অধিবেশনে ১৮ ফাল্গুন ১৪৩০/০২ মার্চ ২০২৪ শনিবার দুপুর ৩টায় অতিথি হিসেবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

উল্লেখ ̈ যে, ১৯৭১ সালে বাংলাদেশে মু৩িযুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীর মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার লক্ষে ̈ ২০১১ সাল থেকে নারীপক্ষ বন্ধুও শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় “৭১ এর যে নারীদের ভুলেছি” কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ ̈মে দেশের বিভিন্ন জেলার মোট ৯৪ জন বীরা১⁄২নাকে মাসিক আর্থিক সহায়তাসহ তাঁদের চিকিৎসা সেবা ও প্রয়োজন অনুযায়ী গৃহায়নে সহযোগিতা করা হয়েছে।|