News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

ফ্যামিলি সাইক্লিস্টের বৃক্ষরোপণ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-05-23, 7:30am

weiruiwer9w-8bb92c2b8e74c46da1dc39fb546f61c81716427819.jpg




‘গাছ লাগান পরিবেশ বাঁচান, স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ফ্যামিলি সাইক্লিস্টরা।

বুধবার (২২ মে) সকালে রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনটি।

বৃক্ষরোপণ শেষে ৩০ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতা দেশব্যাপী উদ্বোধন করা হয়। ঢাকায় এ প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক সাইক্লিস্ট।

ফ্যামিলি সাইক্লিস্ট চ্যালেঞ্জ ২০২৪ ইভেন্টটিতে বাংলাদেশ, সৌদি আরব, ভারত, স্পেন, আমেরিকাসহ ছয়টি দেশের ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দশজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইসহাক, একেএম আহ্সান উল্লাহ, ইশতিয়াক মাহমুদ, ফয়সল আহমেদসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফ্যামিলি সাইক্লিস্টের সদস্যরা

এ প্রতিযোগিতাটি ২০মে শুরু হয়ে, শেষ হবে ২৫ মে। আরটিভি নিউজ