News update
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

২৫ ক্যাডারের নতুন সংগঠন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-12-22, 9:17pm

img_20241222_205936-cdc394a256237d5a1de9bfc0fa0460cd1734880671.jpg




প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র পুল সার্ভিস গঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবের এক সভায় নতুন এই সংগঠনের কমিটি গঠন হয়।

রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫)।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. নুরুল আমিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনিরকে দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটি অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়তে সকলের সহযোগিতা কামনা করে।