News update
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     
  • Hamas ready and serious to reach an accord if it ends war     |     
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-01-10, 8:14am

img_20250110_081319-ce23fc9ebceebb97ccc7475dd80bd46e1736475288.jpg




শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে মুক্ত গণমাধ্যম মঞ্চের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তথ্য ভবনে অবস্থিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কার্যালয়ে কমিশন প্রধান কামাল আহমেদের কাছে এ প্রস্তাবনা জমা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খান, মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম, সংস্কৃতি বিভাগের পরিচালক নিথর মাহবুবসহ গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার জানান, ২২ দফা প্রস্তাবনায় গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমকে প্রভাবমুক্ত করণ, সাংবাদিকতার মান নিয়ন্ত্রণ এবং গণমাধ্যমকর্মীদের অধিকারের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। আরটিভি