News update
  • Stock Market key indexes rise, but SME sector struggles     |     
  • International Criminal Court condemns US sanctions move     |     
  • Yao Wen looks for grand celeb of 50 years of China-BD ties     |     
  • Jashore’s Godkhali flowers expected to fetch Tk 100 crore     |     
  • Turk warns DR Congo crisis may worsen, without inte’l action     |     

গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-08, 2:21pm

ert5345345-9dfa74c0ed6eaee6d0ae2c15beaf9b2b1739002899.jpg




গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়

বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী সন্ত্রাসী-দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এছাড়াও গাজীপুরের পুলিশ এবং জেলা প্রশাসনের দ্রুত পরিবর্তনের দাবিও জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসির খান বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী দোসরদের সম্পত্তি বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে পরবর্তী কর্মসূচির জন্য প্রশাসন দায়ী থাকবে।